কর কমিশনারের কার্যালয়

কর অঞ্চল - ৫, ঢাকা।

গনশুনানী সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ স্থানঃ কর কমিশনারের কার্যালয় (সম্মেলন কক্ষ), তারিখঃ ১৫/১০/২০২৩ খ্রিঃ এবং ০৫/১১/২০২৩ খ্রিঃ, সময়ঃ সকাল ১১ঃ০০ থেকে বেলা ১ঃ০০ টা পর্যন্ত।

কতিপয় সেবা প্রদানের বিবরণী

কর অঞ্চল-৫, ঢাকা এর আওতায় ২২টি সার্কেল তথা উপ-কর কমিশনারের কার্যালয় আয়কর নির্ধারণ ও আদায় কাজে নিয়োজিত । অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ৪টি রেঞ্জ অফিস, সার্কেল অফিসগুলোর কার্যক্রম তদারক করে থাকে। কর কমিশনারের কার্যালয় এসকল কার্যালয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া এই কর অঞ্চলে যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ১টি বিভাগীয় প্রতিনিধি অফিস রয়েছে । সম্মানিত করদাতারাই কর আহরণের উৎস । সম্মানিত করদাতাদের সুবিধার্থে এই কর অঞ্চলের বিভিন্ন কার্যালয়ের কার্যক্রম এবং করদাতাদের অধিকার ও দায়িত্ব বিষয়ক তথ্যগুলো নীচে উল্লেখ করা হলোঃ

Unable to display PDF file. Download instead.

 

প্রভিডেন্ড ফান্ডের অনুমোদন ও ট্রাইব্যুনাল দাখিলের জন্য ওয়েভার সংক্রান্ত সিদ্ধান্ত দেবেন কর কমিশনার । এছাড়া যাবতীয় সেবা প্রদান করবেন সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার ।