

কর কমিশনারের কার্যালয়
কর অঞ্চল - ৫, ঢাকা।
কর অঞ্চল-৫, ঢাকা এর আওতায় ২২টি সার্কেল তথা উপ-কর কমিশনারের কার্যালয় আয়কর নির্ধারণ ও আদায় কাজে নিয়োজিত । অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ৪টি রেঞ্জ অফিস, সার্কেল অফিসগুলোর কার্যক্রম তদারক করে থাকে। কর কমিশনারের কার্যালয় এসকল কার্যালয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া এই কর অঞ্চলে যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ১টি বিভাগীয় প্রতিনিধি অফিস রয়েছে । সম্মানিত করদাতারাই কর আহরণের উৎস । সম্মানিত করদাতাদের সুবিধার্থে এই কর অঞ্চলের বিভিন্ন কার্যালয়ের কার্যক্রম এবং করদাতাদের অধিকার ও দায়িত্ব বিষয়ক তথ্যগুলো নীচে উল্লেখ করা হলোঃ
সেবার প্রকৃতি | আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর সংশ্লিষ্ট বিধিবিধান |
নির্ধারিত সময়সীমা |
টি আই এন সনদ প্রদান | আয়কর বিধি ৬৪ই | দুই কার্য দিবস |
না-দাবী পত্র (Tax Clearance Certificate) প্রদান | করদাতার নিকট দাবী না থাকা সাপেক্ষে | তিন কার্য দিবস |
কর নির্ধারণ নিষ্পত্তি সংক্রান্ত সনদ | – | দুই কার্য দিবস |
কর নির্ধারণ আদেশ, সম্পদ বিবরণী বা প্রার্থিত ডকুমেন্টের সার্টিফাইড কপি প্রদান | প্রয়োজনীয় কোর্ট ফি ও কপিং ফি প্রদান পূর্বক আবেদন করতে হয় | সর্বোচ্চ পাঁচ কার্য দিবস |
আয়কর রিটার্ণ গ্রহণ সংক্রান্ত প্রাপ্তি স্বীকার পত্র | ধারা ৭৫, ৭৭ ও ৯৩ | তাৎক্ষনিকভাবে |
কর নির্ধারণী আদেশ প্রনয়ণ | ৯৪ ধারা (২) | সর্বশেষ শুনানীর তারিখ হতে ৩০ তিনের মধ্যে |
কর নির্ধারণী আদেশ, দাবীনামা সরবরাহ | ৯৪ ধারা | আদেশ স্বাক্ষরের পরবর্তী ৩০ দিনের মধ্যে |
আপীল, ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট হতে প্রাপ্ত নির্দেশনা বাস্তবায়ন | -ঐ- | আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে, তবে Set-aside এর ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে |
কর নির্ধারণী আদেশের ভুল সংশোধন | আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৩ ধারা | আবেদনের তারিখ হতে পরবর্তী অর্থবছরের মধ্যে সিদ্ধান্ত প্রদান |
ফেরৎযোগ্য কর সমন্বয় | আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৫২ ধারা | সময় নির্ধারিত নাই, তবে যথাসম্ভব দ্রুত প্রদান করা হবে |
প্রভিডেন্ট ফান্ডের অনুমোদন | আয়কর অধ্যাদেশর 1st Schedule | আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত প্রদান |
ট্রাইব্যুনাল দাখিলের জন্য ওয়েভার | আয়কর অধ্যাদেশের ১৫৮(২) ধারা | যথাসম্ভব দ্রুত সিদ্ধান্ত প্রদান করা হবে |
প্রভিডেন্ড ফান্ডের অনুমোদন ও ট্রাইব্যুনাল দাখিলের জন্য ওয়েভার সংক্রান্ত সিদ্ধান্ত দেবেন কর কমিশনার । এছাড়া যাবতীয় সেবা প্রদান করবেন সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার ।